বৃহস্পতিবার (৮ নভেম্বর) জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোনিয়া বিনতে তাবিবকে প্রধান করে জেলা প্রশাসন একটি, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে প্রধান করে পুলিশ প্রশাসন একটি ও উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দীনকে প্রধান করে জয়পুরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। দগ্ধ হন পাঁচজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে সে পাঁচজনেরও মৃত্যু হয়।
নিহত আটজন হলেন- আরমনগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন (৩৭), তার বাবা দুলাল হোসেন, মা মোমেনা বেগম (৬৫), স্ত্রী পরিনা বেগম, তিন মেয়ে হাসি, খুশি ও জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি এবং এক বছরের ছেলে আব্দুর নূর। এদের মধ্যে প্রথমে মারা যান মোমিন, মোমেনা ও বৃষ্টি।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত একেকজনের বিপরীতে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। পরিবারের সবার মৃত্যু হওয়ায় এ টাকা নিকটতম স্বজন হিসেবে আব্দুল মোমিনের শাশুড়িকে (নিহত পরিনার মা) দেওয়া হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআই