বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের একটি টিলার পাশে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম ফজলুল হক শিবলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে টিলার পাশে থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ নিয়ে গত একমাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো । শনিবার (৩ নভেম্বর) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে আমজদ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। গত ৮ অক্টোবর উপজেলার বাঘা রস্তমপুর থেকে মুহিবুর রহমান নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুহিবুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
গত ২৮ অক্টোবর উপজেলার চৌঘরী এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া যায়। গত ৩০ অক্টোবর চুনু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনইউ/এএটি