ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যের স্পিকারের সঙ্গে ড. শিরীন শারমিনের সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
যুক্তরাজ্যের স্পিকারের সঙ্গে ড. শিরীন শারমিনের সাক্ষাৎ যুক্তরাজ্যের স্পিকার জন বারকাউয়ের সঙ্গে ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: যুক্তরাজ্যের হাউস অব কমনসের স্পিকার জন বারকাউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সাক্ষাতে দুই দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। এছাড়া ‘ওমেন এমপিস অব দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন এ দুই স্পিকার।

এর আগে ড. শিরীন শারমিন এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়েস্ট মিনিস্টার হলে পৌঁছালে জন বারকাউ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে সকালে হাউস অব কমনসের চেম্বার হলে ‘ওমেন এমপিস অব দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনটির উদ্বোধন করেন তারা।

দেশটিতে স্থানীয় সময় বিকেলে সম্মেলনের অনুষ্ঠেয় ‘এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্ল’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন।

এদিকে, বুধবার (০৭ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিটে নৈশভোজে অংশ নেন স্পিকার।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।