ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে এসি ল্যান্ডের স্ত্রীকে ছুরিকাঘাত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
পিরোজপুরে এসি ল্যান্ডের স্ত্রীকে ছুরিকাঘাত 

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) স্ত্রী অদিতি বড়ালকে (২৬) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় সড়কের অফিসার্স কোয়াটারে এ ঘটনা ঘটে।
 
অদিতি বড়ালের স্বামী রামানন্দ পাল পিরোজপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

তিনি অফিসার্স কোয়াটারে স্ত্রীকে নিয়ে থাকেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় এক যুবক অফিসের স্টাফ পরিচয়ে রামানন্দ পালের বাসায় যান। তখন রামানন্দ পাল বাসায় ছিলেন না। তার স্ত্রী অদিতি বাসার দরজা খোলার সঙ্গে সঙ্গে ওই যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অদিতির বাম হাত ও পেট জখম হয়। বর্তমানে অদিতি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই যুবককে শনাক্ত করা যায়নি বলে যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।