ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ‘স্বপ্নের ট্রেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
টাঙ্গাইলে ‘স্বপ্নের ট্রেন’ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু কমিউটার ট্রেন। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসীর আরেকটি স্বপ্ন পুরণ হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের মাধ্যমে নতুন এ স্বপ্ন ছুঁলো টাঙ্গাইলবাসী।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকার কমলাপুর রেলস্টেশনে এ কমিউটার ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাত ৮টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে আসে সেই স্বপ্নের ট্রেনটি।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কমলাপুর থেকে ট্রেনে চরে ঘারিন্দা স্টেশনে এসে নামেন। এ উপলক্ষে রাতে টাঙ্গাইলের রেলস্টেশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ছানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসীর ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর স্বপ্ন পূরণ হয়েছে। এতে করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম, ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম লুৎফুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।