ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে খুশি মিয়ানমার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে খুশি মিয়ানমার মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ

ঢাকা: ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ বলেছেন, আগামী ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এ প্রত্যাবাসনে আমরা খুশি।

সোমবার  (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেনের দপ্তরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  

বৈঠক শেষে মিয়ানমারের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। প্রথম দফায় ২২৬০ জন রোহিঙ্গা নিজ দেশে ফেরত যাবেন।

১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করেছে মিয়ানমার

বাংলাদশে সময়: ২০৩২ ঘণ্টা,  নভেম্বর ১২, ২০১৮ 
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।