ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ভাইকে হত্যার হুমকিতে বোনকে ধর্ষণ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ডিসেম্বর ১, ২০১৯
না’গঞ্জে ভাইকে হত্যার হুমকিতে বোনকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকায় ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামাল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে আটক জামালকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার হাফিজীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আরেকজন ধর্ষণকারী আয়নাল ও তাদের সহযোগী জুথি পালিয়ে যান। আয়নাল বন্দর হাফিজীবাগ এলাকার শুকুর সরদারের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহারুল ইসলাম জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণকারী আয়নালের কক্ষে নিয়ে জুথির সহযোগিতায় জামাল মিলে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, এ বিষয় শনিবার অভিযোগ পেয়ে অভিযান পরিচালানা করে জামালকে গ্রেফতার করা হয়। তার সহযোগীরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।