ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, ডিসেম্বর ২, ২০১৯
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

খাগড়াছড়ি: ঐতিহাসিক শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) বিকেল থেকে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে মেলাটি শুরু হয়। যা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।  এসময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

মেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির সুফলের পাশাপাশি বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

পাহাড়ে দীর্ঘ তিন দশক ধরে আন্দোলনের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়। যেটি ‘পার্বত্য শান্তি চুক্তি’ নামে বেশি সমাদৃত।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।