ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে রাস্তাঘাট-ড্রেন সংস্কারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বরিশালে রাস্তাঘাট-ড্রেন সংস্কারের দাবি সমাবেশে বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। ছবি: বাংলানিউজ

বরিশাল: গত ১৫ নভেম্বর থেকে বরিশালে রাস্তাঘাট, খাল, ড্রেন সংস্কারসহ নাগরিক অধিকার আদায়ের লক্ষে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে সমাবেশ ও কাউন্সিলের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

ওয়ার্ডের কর্মসূচি শেষে রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ শেষে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের কাছে স্মারকলিপি দেন বাসদের নেতাকর্মীরা। বরিশালে রাস্তাঘাট, খাল, ড্রেন সংস্কার, মাদক, জুয়া, ইভটিজিং বন্ধ করে পাড়ায় পাড়ায় খেলার মাঠ, পাঠাগার র্নিমাণসহ ছয় দফা দাবিতে তারা এ সমাবেশ করেন।



সমাবেশে বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী  বলেন, বিসিসির আওতাধীন বেশিরভাগ রাস্তাই এখন চলাচলের অনুপোযোগী। ফলে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই বরিশালবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই-একটা রাস্তার সংস্কার কাজ শুরু হলেও তা চলছে একেবারেই মন্থর গতিতে।  

তিনি বলেন, বরিশাল নগরের শিরা-উপশিরার মতো অনেকগুলো খাল রয়েছে, যার প্রায় সবগুলো সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বেশিরভাগ খাল ময়লা-আবর্জনার ড্রেন আর মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এ খালগুলো সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরিশালের ড্রেনেজ ব্যবস্থা যে কতটা নাজুক তা বোঝা যায় ভারীবর্ষণের পর। বেশি বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বরিশালের পাড়া-মহল্লাতে পর্যাপ্ত খেলার মাঠ, পাঠাগার না থাকায় শিশু, কিশোর, তরুণ-যুবকদের দেহমনে বিকশিত হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। আবার বিভিন্ন এলাকাতে মাদক, জুয়া, ইভটিজিং বন্ধে প্রয়োজন আরও কার্যকর ব্যবস্থা নেওয়া।

এ সময় তিনি জনবান্ধব সিটি করপোরেশন গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, মহসীন মীর, জাহাঙ্গীর হোসেন দিদার, সুশান্ত সুকুল, সাগর দাস, মোজাম্মেল হক সাগর ও নিলিমা জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।