ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর চিত্রকর্ম নির্মাণের কাজ শুরু করলেন ১০০ শিল্পী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বঙ্গবন্ধুর চিত্রকর্ম নির্মাণের কাজ শুরু করলেন ১০০ শিল্পী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা’ অবলম্বনে ‘বঙ্গবন্ধু জীবন থেকে চিত্রপটে’ শিরোনামে ১০০টি শিল্পকর্ম নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।  

দেশের বরেণ্য ১০০ জন চিত্রশিল্পী সমাধি সৌধ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর চিত্রকর্ম রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন।

এ সময় চিত্রশিল্পী মান্নান, কেএমএ কাইয়ুম, শহিদ কবির, জামাল উদ্দিন, নাসিম আহম্মেদ নাদমী, নাজমা আক্তার, নাইমা হক, শিল্পী তরুণ ঘোষ, আফরোজা জামিল কঙ্কা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।