সোমবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামের আবুল কালাম গাজীর ছেলে নোমান গাজী (২১), পার্শ্ববর্তী শাহাপুর গ্রামের মাওলা গাজীর ছেলে রাজন গাজী (২২), একই গ্রামের সাইফুল সরদারের ছেলে সাকিব সরদার (২২) ও আবজাল গাজীর ছেলে অপু গাজী (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থেকে সাতটি মোটরসাইকেলে করে সুন্দরবন ভ্রমণে যাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন ওই কলেজের অর্নাস দ্বিতীয়বর্ষের ছাত্ররা। পথে কাটাখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রদের দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই চার শিক্ষার্থী গুরুতর আহত হন। খবর পেয়ে র্র্যাবের একটি টিম তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসআরএস