ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রে গেলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
যুক্তরাষ্ট্রে গেলেন বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত

ঢাকা: পাঁচদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

সোমবার (২ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাঁচদিনের সরকারি সফরে সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধান ঢাকা ছেড়েছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সিম্পোজিয়ামের প্যানেল ডিসকাশনসহ বিভিন্ন সেমিনারের অংশ নেবেন।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী শ্রীলংকা, ভিয়েতনাম, ভারত, ব্রুনাই, ফ্রান্স ও ইন্দোনেশিয়া বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এ সফর অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর মধ্যকার সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।