ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, ডিসেম্বর ৩, ২০১৯
দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

ফেনী: ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় এমরান হোসেন (৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাতুভূঞা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

এমরান মাতুভূঞা বেপারী বাড়ির তাজুল ইসলামের ছেলে।

তিনি কাতারস্থ বৃটিশ আমেরিকান টোবাকোর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত মাসে তিনি দেশে আসেন।  

নিহত এমরানের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মাতুভূঞা থেকে ফেনী যাচ্ছিলেন এমরান। পথে মাতুভূঞা বাজারে একটি ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালের (আরএমও) ডা. আবু তাহের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।