বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভেনচ্যুরা লেদার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৯টায় আগুন নিয়ন্ত্রনে আসেনি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটসহ পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইপিজেডের বেশ কিছু শ্রমিক জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেনচ্যুরা লেদার কারখানার ঝুট চামড়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে।
এ ব্যাপারে ইপিজেড বা ওই কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেন নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক।
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর নীলফামারী উত্তরা ইপিজেডে অভ্যন্তরে থাকা সনিক বিডি লিমিটেড কারখানার একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এএটি