শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।
সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, পুনরায় ৪১তম বিসিএস সার্কুলারের দাবি এবং চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ চার দফা মেনে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমাদের এই গণঅনশন।
তাদের চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে করে ৩৫ বছরে উন্নীত করা, অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএমআই/এসএ