বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে এবং শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে র্যাবর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমা সদৃশ বস্তুটি পরীক্ষা করার মতো প্রয়োজনীয় সামগ্রী র্যাব-৬ খুলনার দলের কাছে না থাকায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থান ত্যাগ করে।
শুক্রবার নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল পৌঁছানোর কথা থাকলেও এখন পর্যন্ত তারা আসেনি। ফলে উৎকণ্ঠার মধ্যে কাটছে সময়।
এর আগে, বৃহস্পতিবার সকালে কে বা কারা একটি ব্যাগে করে বোমা সদৃশ বস্তুটি ফেলে রেখে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ অবস্থান নেয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এনটি