শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ পালন পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রী মুকুল বোস বলেন, বিএনপির আমলে দেশে মুক্তিযোদ্ধারা ৩০০ টাকা ভাতা পেত।
তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের জন্য আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি। আমাদের বিশ্বাস ছিল দেশ বেঁচে থাকলে, শেখ হাসিনা বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। সেই বিচার হয়েছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হতো না। দেশ আপন গতিতে এগিয়ে যেত।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন বোর্ডের শিক্ষকদের বিভিন্ন সমস্যার ব্যাপারে তিনি বলেন, আপনাদের খবর যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়, তাহলে তিনিই আপনাদের সব সমস্যা সমাধান করে দেবেন। সেই বিশ্বাস আমার আছে। আমি আপনাদের উনার কাছে নিয়ে যাব।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, সাদ ওয়ালিদ প্রিন্স, কাজী জাহিদ ইকবাল হোসেন, কাজী মনির হোসেন প্রমুখ।
সভায় আলোচনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও প্রেস অ্যান্ড পুলিশ ওয়েলফেয়ারের চেয়ারম্যান এইচ এম ইব্রাহিম ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
পিএস/এসএ