বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব রেজাউল কবির ও বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্যই এ কর্মশালা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়কে জনগণের সামনে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্যই ই-নামজারির ব্যবস্থা করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে ই-সেবা চালু করা হলেও নানা জটিলতার কারণে ভূমি মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ই-সেবা চালু করা সম্ভব হয়নি। মূলত ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করে সহজভাবে সেবা দান করাটা এ সেবার লক্ষ্য।
কর্মশালায় বরিশাল বিভাগের সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএস/আরবি/