ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেতাগীতে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, ডিসেম্বর ৭, ২০১৯
বেতাগীতে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেফতার

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বেতাগী থানার (এসআই) মো. হারুণ অর রশিদ অভিযান চালিয়ে সেলিম আহম্মেদকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে বিকেলে তাকে কারগারে পাঠানো হয়।

 

সেলিম আহম্মেদ বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মৃত কাঞ্চন আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সেলিম আহম্মেদ ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। রাতেই ওই গৃহবধূ সেলিম আহম্মেদকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিম আহম্মেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। একইসঙ্গে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ