ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত

ঢাকা: মিয়ানমার সমুদ্রসীমায় আটক ১৭ বাংলাদেশি জেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে কোস্টগার্ড।

শুক্রবার (০৬ ডিসেম্বর) তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিনগত রাতে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় বোটের ইঞ্জিন বিকল হয়ে ১৭ বাংলাদেশি জেলে মিয়ানমার সমুদ্র সীমানায় ঢুকে যায়।

তখন তাদেরকে আটক করে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।

বিষয়টি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে কোস্টগার্ড। আলোচনার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে কোস্টগার্ডের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়। যার সফল সমাপ্তি হয় তাদের ফিরিয়ে আনার মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।