শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, আমরা গভীর পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি, গত বহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীদের হট্টগোলের কারণে দেশের প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এজলাস ছাড়তে হয়েছে।
সংস্কৃতি ও শালীনতার চর্চাকারী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশে আইনের শাসন বজায় রাখতে সাহায্য করা সব নাগরিকের দায়িত্ব। আশা করি, আদালত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন ও আইন-আদালতের সম্মান ঊর্ধ্বে প্রতিষ্ঠিত থাকবে।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
ওএইচ/