ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় হানাদারমুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, ডিসেম্বর ৭, ২০১৯
বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় হানাদারমুক্ত দিবস পালন

মাগুরা: বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাগুরায় শুত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের নোমানী ময়দান থেকে সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি শহর ঘুরে আছাদুজ্জামান মিলনায়তনে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভায় করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) আশারাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ রোজোয়ান। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী প্রমুখ।

দিনটি পালন উপলক্ষে সন্ধ্যায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ব্লাক আউট (এক মিটিন), মোমবাতি প্রজ্জ্বলন ও নোমানী ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।