ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, ম্যানেজারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, ম্যানেজারকে জরিমানা

ব‌রিশাল: বরিশাল নগরের সদর রোডের দি মেডিক্যাস ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ফার্মেসির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের সদর রোডের এ ফার্মেসিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

মো. সাইফুল ইসলাম জানান, র‌্যাবের সহায়তায় এ অভিযান চালানো হয়।

এ সময় ফার্মেসি থেকে ওষুধ প্রশাসনের অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেন তারা। সরকারি অনুমোদনবিহীন অবৈধ ওষুধ দোকানে রাখা এবং বিক্রির দায়ে ফার্মেসির ম্যানেজার সাইদুর রহমানকে ১৯৪০ সালের দি ড্রাগ অ্যাক্টের ২৭ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে ড্রাগ সুপার এসএম এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।