ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফেনীতে খাদ্যপণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, ডিসেম্বর ৮, ২০১৯
ফেনীতে খাদ্যপণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ড 

ফেনী: ফেনী শহরের রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি খাদ্যপণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মেসার্স টেস্টি ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ অগ্নিকাণ্ডে বিভিন্ন মেশিনারিজ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানার মালিকপক্ষের।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯ 
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ