রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকি ইবনু মিনান বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন বছরের মেয়ে (নেহা) ও এক বছরের ছেলেসহ (বাবু) অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও (আব্দুর রাজ্জাক) আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে এটা হতে পারে। তবে, আমাদের ধারণা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। তাকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এএটি