রোববার (৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পযর্ন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে শ্রীপুরের বরমী বরকুল ও বরামা এলাকায় অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশে অবৈধ তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ চালানো ইটভাটা বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
অভিযোনে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুল রাজ্জাক, গাজীপুর র্যাব-১ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরএস/ওএইচ/