ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, ডিসেম্বর ৯, ২০১৯
পটুয়াখালীতে দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি

পটুয়াখালী: পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে সমন্বিত জেলা দুর্নীতি দমন অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

পটুয়াখালী জেলা প্রশাসন, দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজের সামনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা এমপি।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা শিশু একাডেমি ভবনের অডিটরিয়ামে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।