ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় জয়িতা সম্মননা পেলেন ৫ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
পাবনায় জয়িতা সম্মননা পেলেন ৫ নারী

পাবনা: ‘শেখ হাসিনার বারতা  নারী-পুরুষ সমতা’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে পাঁচ নারীকে জয়িতা জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) এ জয়িতা সম্মাননা দেয় পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তর।  
বিকেল ৪টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কবির মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন অব. অতিরিক্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার শামিমারা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামসুর নাহার রেখা প্রমুখ।

৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে এবারে যারা সম্মাননা পেলেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকরী পাবনা ভাঙ্গুড়া উপজেলার পাচুলী পাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী সুমনা সুলতানা সাথী, শিক্ষা ও চাকরিক্ষেত্রে পাবনা সদরের কিসমত পোতাপপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের মেয়ে আহম্মেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হেলেনা খাতুন, সফল জননী ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মৃত, মোজার আলীর স্ত্রী মোছা. আমেনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সম্মাননা পায়েছেন চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে রোজীনা খাতুন, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের নির্বাচিত মহিলা চেয়ারম্যান ও আমিনউদ্দিন প্রামাণিকের মেয়ে আম্বিয়া খাতুন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।