ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, ডিসেম্বর ১০, ২০১৯
না’গঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ছয়জন হলেন- রাসেল (৩৮), সুজন মিয়া (২৩), শাহাদাত হোসেন (২২), সুমন (২২), রবিন (২৩), আল আমিন (২১)।

তারা সবাই ফতুল্লা রেললাইন এলাকায় বসবাস করেন।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, গণধর্ষণের শিকার ওই কিশোরী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি কারখানায় কাজ করেন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কাজ শেষে চাচাতো ভাইয়ের সঙ্গে বাসায় ফেরার পথে তা‌দের পথরোধ ক‌রেন বখাটে রাসেল ও তার সহযোগীরা। পরে তারা ওই কিশোরীর চাচাতো ভাইকে মারধরে করে তার সঙ্গে থাকা নগদ তিন হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেন। এক পর্যায়ে ওই কিশোরীকে একটি নির্জন বাড়িতে নিয়ে তার মোবাইল ফোন ভেঙে ফেলে বখাটেরা। পরে তাকে ছুরির ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।  

ধর্ষণ শেষে ওই কিশোরীকে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বখাটেরা একটি অটোরিকশায় তুলে দেন বলেও জানান ভারপ্রাপ্ত এসপি মনিরুল।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।