ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, ডিসেম্বর ১১, ২০১৯
পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় আবদুল বারিক (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

আবদুল বারিক গোপালহাটি গ্রামের মৃত জসিম ব্যাপারীর ছেলে।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালহাটি ফকিরপাড়া ঢালানে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর ভ্যান রেখে আবদুল বারিক দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নাটোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৬৬৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পবা হাইওয়ের শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী ট্রাকটিকে জব্দ করে।  

তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।