ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, ডিসেম্বর ১১, ২০১৯
শাহজাদপুরে সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ১ সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ছয় লাখ টাকার বিক্রি নিষিদ্ধ সরকারি ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।  

আটক আলমগীর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ী গ্রামের হযরত আলীর ছেলে।

ওসি আতাউর রহমান জানান, উপজেলার নুকালী পূর্বপাড়া গ্রামের খসরুল আলমের একটি ঘর ভাড়া নিয়ে সেখানে বসবাসের পাশাপাশি সরকারি ও ভারতীয় ওষুধ চোরাচালানের মাধ্যমে ব্যবসা করতেন আলমগীর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ও ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দ ওষুধের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।