ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে চলছে বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে চলছে বিজয় দিবস উদযাপন

পটুয়াখালী: বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের আগে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে পটুয়াখালী মরহুম আবুল কাসেম স্টেডিয়ামে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান। সকাল সাড়ে ৬টায় স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

শেষে কুচকাওয়াজে অংশ নেওয়া সরকারি আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।