ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন- দাদপুর ইউনিয়নের রামহরিতালুক গ্রামের শহিদ উল্যার ছেলে সুজন (২৬) ও একই ইউনিয়নের একই গ্রামের মৃত কিরন মাস্টারের ছেলে শাকিল (২৯)।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য জহির মেম্বারের বাড়ির পাশে ঘোরাঘুরি করার সময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয় এলাকাবাসী ওই দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের পুলিশে সোপর্দ করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক যুবকদের বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।