ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়নুল আবেদীনের মৃত্যুতে স্পিকার ও অর্থমন্ত্রীর শোক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জয়নুল আবেদীনের মৃত্যুতে স্পিকার ও অর্থমন্ত্রীর শোক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ও অর্থমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

একইসঙ্গে তিনি ব্যক্তিগত ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজর জেনারেল জয়নুল আবেদীন স্থানীয় সময় বিকেল ৫টা ১৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসকে/এমআইএস/এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।