বরিশাল: বরিশাল নগরের নিউ ভাটিখানা সড়কের পাশে ড্রেন নির্মাণের সময় ভবনের একাংশের দেয়াল ভেঙে পড়েছে। এ সময় ওই ভবনের নিচে থাকা চারটি দোকানের কিছু অংশ ভেঙে গেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে নিউ ভাটিখানা এলাকার সড়কেরই দুই পাশেরই ড্রেন নির্মাণ চলছে। তাই ভবনের দেয়াল ঘেঁষে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছিল। কিন্তু খনন কাজে নিয়োজিতদের কাজের ধরন বুঝে উঠার আগেই ওই এলাকার মৃত নির্মল বণিকের ভবনের সামনের অংশের দেয়াল ভেঙে পড়ে। এ সময় ভবনের নিচে থাকা তাদের ৪টি দোকানের কিছু অংশ ভেঙে যায়।
এ বিষয় নির্মল বণিকের ছেলে মিঠুন বণিক বাংলানিউজকে বলেন, যারা মাটি খননের কাজ করছিলেন তাদেরকে আগেই বলা হয়েছিল সাবধানতা অবলম্বন করতে। কিন্তু তারা ভেকু দিয়ে সরিয়ে এমনভাবে মাটি সরিয়ে ফেলেন। ফলে ওই ভবনের সামনের দিকের কক্ষের দেয়াল ধসে পড়ে।
তবে, ক্ষতিসাধন হওয়া অংশগুলো ঠিক করার কথা জানিয়েছেন উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. রায়হান জাহিদ।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০,২০২১
এমএস/এএটি