ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
চুনারুঘাটে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

হবিগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।

দেবানন্দ সিনহা জানান, অভিযানে ফ্রিজে কাঁচা-বাসি খাবার রাখায় ও অনুমোদনহীন ফ্লেবার ব্যবহার করায় লন্ডন স্পাইসকে সাত হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় বিসমিল্লাহ ফার্মেসিকে চার হাজার, একই অভিযোগে আল কারীম ফার্মেসিকে তিন হাজার, একতা ফার্মেসিকে পাঁচ হাজার, মূল্য তালিকা না টানানোর অভিযোগে বাপ্পী ব্রয়লারকে তিন হাজার, রাসেল স্টোরকে ছয় হাজার, রসমালাই এবং দইয়ে মেয়াদসহ মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় প্রাইম ফুডকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।