ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শরীফ জাকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া-আটরশি ফিডার সড়কের মানিকদাহ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত ছিলেন।  

এলাকাবাসী জানায়, জাকির হোসেন রাস্তার পাশে হাঁটার সময়ে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। তার পা ও শরীরের তিনটি হাড় ভেঙে গেছে।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।