ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় মো. মুরাদ (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (১৮ মার্চ)বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন।

নিহত মুরাদ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গাবনা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানির বগুড়া জোন সেলস অফিসার পদে কাজ করতেন।

উপজেলার এরুলিয়া পুরাতনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যার পর মুরাদ তার মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে কাহালু উপজেলার এরুলিয়া পুরাতন পাড়ায় এলে বগুড়াগামী একটি মিনি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুরাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আমবার হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।