ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে কামাল উদ্দিন(৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার বাবার নাম আমিন উদ্দিন। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন এবং তার বাড়ি কোথায় তা বিস্তারিত জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. খাদিমুল ইসলাম বাংলা নিউজকে বলেন, কেন্দ্রীয় কারাগারে কামাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই হাজতির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনও বিস্তারিত কোনো কিছু  জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২৩ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।