ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
আশুগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে উপজেলার চরচারতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, চরচারতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনু সরকারের বাড়ি ও শেয়ালবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় পুলিশের অন্তত দুই-তিনজন আহত হন। এছাড়া সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমায়ুন কবির নামে এক সাংবাদিক আহতসহ দুই গ্রামবাসীর অন্তত ২০ জন হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোহাম্মদ আনিসুর রহমান বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।