ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়ে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের চেঙ্গী নদীতে বিজুর ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে অভিদান চাকমা ওরফে মুন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।   মৃত অভিদান খাগড়াছড়ি পৌর শহরে উত্তর খবং পুড়িয়া বিনোদ বিহারি চাকমার ছেলে।



মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ওই কিশোরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে অভিদান নদীতে ফুল ভাসাতে বন্ধুদের সঙ্গে চেঙ্গী নদীতে নামে। কিন্তু নদীতে বিপুল সংখ্যক মানুষের ভিড়ে অভিদান পানিতে ডুবে গেলেও কেউ টের পায়নি। একপর্যায়ে নদীতে নামা একজনের পায়ে লাগলে অভিদান চাকমার দেহ। তিনি অন্যদের সহযোগিতায় অভিদানের দেহ ওপরে তোলেন। পরে তারা কিশোরটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ রশীদ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।