ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ ভাবে মাটি উত্তোলন, ট্রাক-ভেকু পোড়ালেন গ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
অবৈধ ভাবে মাটি উত্তোলন, ট্রাক-ভেকু পোড়ালেন গ্রামবাসী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সাকিনস্থ জি এন ডি ইটভাটার কাছে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি  ট্রাক  (ঢাকা মেট্রো ট-১৫-৫১২২ ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪) যোগে ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধ ভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় থাকায় তাদের বাধা দিলেও কোনো কর্ণপাত  করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েক গ্রামের বাসিন্দা একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকু জালিয়ে দেন।

তারা আরও জানান, এ ঘটনায় ভেকুর মালিকরা উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।