ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ বিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আজিজ (২২) নামে এক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজ মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার আজগর আলীর ছেলে।

উপ-কমিশনার রফিকুল আলম বলেন, শুক্রবার (২২ এপ্রিল) গভীর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ও তার টিম মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছিলেন। এ সময় তারা জানতে পারেন রাজপাড়া থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আজিজকে ১২০ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক করে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আজ (শনিবার) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।