ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদে বাড়ি ফেরা হলো না শান্তনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ঈদে বাড়ি ফেরা হলো না শান্তনার ফাইল ফটো

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন শান্তনা  (২৮)। মোটরসাইকেলটি টার্ন নিতেই পড়ে গেলেন তিনি।

পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে কেড়ে নিল তার প্রাণ। এতে আহত হয়েছে তার শিশু সন্তান মাকছুদা (৭)।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল মাজেদের স্ত্রী।  

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, ঢাকা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পাঁচলিয়ায় এলাকায় এসে লেন পরিবর্তন করতে মোটর সাইকেলটি ঘোরার সময় পেছন থেকে পড়ে যান শান্তনা। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই মারা যান শান্তনা। আহত হয়েছে তাদের শিশু সন্তান মাকছুদা। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।