ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলের একটি গ্রামে ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মে ২, ২০২২
টাঙ্গাইলের একটি গ্রামে ঈদ উদযাপন

টাঙ্গাইল: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।  

সোমবার (২ মে) সকালে এ ঈদ উদযাপন করেন উপজেলার শশীনাড়া গ্রামের কয়েকটি পরিবার।

 

স্থানীয় ঈমান আব্দুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সোয়া ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। স্থানীরা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশ নেন।

নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন মুসল্লিরা।

২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।