ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলাহাটে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ১১, ২০২২
ভোলাহাটে সাপের ছোবলে কৃষকের মৃত্যু ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিষধর সাপের ছোবলে বেলাল উদ্দিন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১১ মে) সকালে উপজেলায় মহানন্দা নদীর পাড়ে জমিতে সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

 

বেলাল একই উপজেলার বজরাটেক (ঈদগাহপাড়া) গ্রামের মহিউদ্দিনের ছেলে।  

মৃতের চাচা মো. সাদ্দাম আলী জানান, সকালে নিজের শ্যালো মেশিনে অন্যের ভুট্টার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন বেলাল। পানি দেওয়ার সময় জমির চারদিকে ঠিক মতো সেচ হয়েছে কিনা তা দেখার সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। খবর পেয়ে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।