ঢাকা, বুধবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন 

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলের ধারালো খন্তির আঘাতে গফুর মিয়া নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মা আছাতুন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার (২৯ মে) মধ্য রাতে কথা কাটাকাটির জের ধরে মাদকাসক্ত ছেলে জহিরুলের ধারালো খন্তির আঘাতে বাবা-মা দুজনই গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে পথিমধ্যে মারা যান গফুর মিয়া। আছাতুন নেছার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মাদকাসক্ত ছেলে পলাতক রয়েছে।

সোমবার (৩০ মে) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ছেলেটি মাদকাসক্ত ছিল বলে জেনেছি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ৩০, ২০২২ 
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।