ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ৪, ২০২২
মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে তরুণের আত্মহত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনতে আবদার করা টাকা না পেয়ে অভিমানে মাসুম বিল্লাহ (২১) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ মে) বেলা আড়াইটার দিকে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মাসুম বিল্লাহ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলা গ্রামের সাইফুল ইসলাম মোড়লের একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবেদুর রহমান আবেদ জানান, ইট ভাটায় কাজ ও ভাড়ার মোটরসাইকেল চালিয়ে সংসার চালতো মাসুম। সম্প্রতি তিনি নুতন একটি মোটরসাইকেল কেনার জন্য নিজের পুরাতন মোটরসাইকেল বিক্রির টাকার সঙ্গে আরও কিছু টাকা দাবি করেন বাবা-মায়ের কাছে। শনিবার দুপুরে নতুন মোটরসাইকেল কেনার জন্য অতিরিক্ত টাকার আবদার করায় তার মা মাসুমকে বকাঝকা করেন। এক পর্যায়ে নিজ শোবার ঘরে ঢুকে মাসুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এক বছর আগে বিয়ে করা মাসুমের স্ত্রী সন্তান সম্ভবা জানিয়ে ইউপি সদস্য আবেদুর রহমান আবেদ আরও বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।