ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক ডিজাইনের কবর হবে মুক্তিযোদ্ধাদের: মোজ্জাম্মেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
এক ডিজাইনের কবর হবে মুক্তিযোদ্ধাদের: মোজ্জাম্মেল

শহীদ মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

শুক্রবার (১০ জুন) বিকেলে ঢাকার ধামরাইয়ের কালামপুরে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কবর একই ডিজাইনে করার কাজ চলমান রয়েছে। এ ছাড়া ইতোমধ্যে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন কিংবা আগামীতে মারা যাবেন তাদের প্রত্যেকের কবর একই ডিজাইনে করা হবে। যাতে করে আগামী প্রজন্ম কবর দেখেই বুঝতে পারে যে এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর।

তিনি বলেন, এ মাসেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ শুরু করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল আইডি কার্ডগুলো দেশের প্রতিটি উপজেলার নির্বাহী অফিসে পাঠানো হবে। সেখান থেকে মুক্তিযোদ্ধারা আইডি কার্ড সংগ্রহ করবেন।

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ওয়েবসাইটে উপজেলা-ভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আইডি কার্ড প্রস্তুত করা হবে এবং উপজেলায় পাঠানো হবে।

শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের নেতা অনেকেই।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।