ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে অস্ত্রের মুখে ২ যুবককে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
বান্দরবানে অস্ত্রের মুখে ২ যুবককে অপহরণের অভিযোগ প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।  

শুক্রবার (১০ জুন) বিকেলে জেলা সদর থানার রাজবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তঞ্চগ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত দুই যুবক হলেন- তঞ্চগ্যাপাড়ার কৌকা তঞ্চগ্যা (৩৫) ও জীবন চাকমা সুমন (৪০)।

জানা গেছে, বিকেল ৩টার দিকে একটি গাড়িতে করে জীবন চাকমার দোকানে আসে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় প্রথমে তারা মারধর করেন এবং যাওয়ায় সময় কৌকা ও জীবনকে গাড়িতে তুলে নিয়ে যান।

রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্য অং প্রু বাংলানিউজকে বলেন, অস্ত্রের মুখে কয়েকজন দুর্বৃত্ত ওই দুই যুবককে অপহরণ করে নিয়ে গেছে বলে পাড়াবাসীদের কাছে জেনেছি। বিস্তারিত খবর নিচ্ছি।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অপহৃত দুই যুবককে উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।